সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, আটক ৭
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:৫৬ পিএম, ১২ নভেম্বর ২০২৫
চট্টগ্রামের পাঁচলাইশ থানার পুলিশ বুধবার (১২ নভেম্বর) বিকেলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ছেলে নওফেলের বাসভবনে অভিযান চালিয়েছে। এ সময় বাসভবনে থাকা সাতজনকে আটক করা হয়েছে। অভিযান নগরের ২ নম্বর গেটের চশমা হিল এলাকায় পরিচালিত হয়।
পুলিশ জানায়, তাদের কাছে একটি ফেসবুক পোস্ট আসে, যেখানে আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিতে যোগদানের জন্য কিছু মানুষ নওফেলের বাসে জড়ো হওয়ার কথা বলা হয়। সেই তথ্যকে ভিত্তি করে পুলিশ অভিযান চালায়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানান, “আমরা একটি ফেসবুক পোস্ট পেয়েছিলাম, যেখানে বলা হচ্ছে ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে এখানে কিছু লোক জড়ো হচ্ছে। পোস্টে উল্লেখ ছিল, এখানে থাকা ব্যক্তিদের জন্য বাইরে থেকে খাবার আনা হচ্ছে। তবে অভিযান চালিয়ে আমরা এমন কোনো কিছু পাইনি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে।