আবারও ১৬ জেলেকে অপহরণ করলো আরাকান আর্মি
- কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:০৩ পিএম, ১৯ নভেম্বর ২০২৫
মিয়ানমারের রাখাইন উপকূলীয় এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে বাংলাদেশি তিনটি ট্রলারসহ ১৬ জন জেলেকে আটক করেছে আরাকান আর্মি। আটককৃতদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা বলে জানা গেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে রাখাইনভিত্তিক একটি ওয়েবসাইটে নিশ্চিত করা হয়।
টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, সেন্ট মার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় টেকনাফ পৌরসভার কলেজপাড়া এলাকার জাকিরের মালিকানাধীন একটি ট্রলারসহ ৬ জন রোহিঙ্গা জেলেকে আরাকান আর্মি আটক করেছে। এছাড়া দুইটি ট্রলারের আরও ১০ জন জেলে আটক থাকলেও, সংশ্লিষ্ট ট্রলার মালিক ও জেলেদের পরিবার এখনো যোগাযোগ করেননি। তাদের বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।
রাখাইনভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে, বাংলাদেশি মাছ ধরার নৌকা অনুপ্রবেশ রোধে আরাকান কোস্টাল সিকিউরিটি পেট্রোল নিয়মিত টহল পরিচালনা করছে। গত মঙ্গলবার বিকেলে মংডু টাউনশিপের থাওয়াইং চাউং গ্রামের পশ্চিম সাগর থেকে ৬ জন জেলেসহ একটি ট্রলার আটক করা হয়।
একই দিন, রাথেডং টাউনশিপ উপকূল থেকে ৩.৫৮ কিলোমিটার দূরে আরও দুটি ট্রলারসহ ১০ জন জেলে আটক করে আরাকান আর্মি। এই অভিযানগুলোতে ট্রলার, জাল, মাছ ও অন্যান্য সামগ্রীও জব্দ করা হয়েছে।
তিনটি ট্রলার ও ১৬ জেলেকে জব্দকৃত মালপত্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আরাকান অঞ্চলের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত আরাকান কর্তৃপক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে ১৮৮ জন বাংলাদেশি জেলে ও ৩০টি নৌকা মুক্ত করেছিল। তবে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রত্যাশিত প্রতিক্রিয়া না পাওয়ায় সাম্প্রতিক অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়াকড়ি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আরাকান কর্তৃপক্ষ।