নতুন আইন সচিব হিসেবে নিয়োগ পেলেন বিচারক লিয়াকত আলী মোল্লা


নতুন আইন সচিব হিসেবে নিয়োগ পেলেন বিচারক লিয়াকত আলী মোল্লা

বিচার বিভাগ থেকে প্রশাসনের শীর্ষপদে পদার্পণ করলেন সিনিয়র জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা। তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার, ৬ অক্টোবর আইন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, “বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব (চলতি দায়িত্ব) লিয়াকত আলী মোল্লাকে আইন ও বিচার বিভাগের সচিব পদে পদায়ন করা হলো।”

লিয়াকত আলী মোল্লা এর আগে মানিকগঞ্জে জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের আগস্ট মাসে তিনি অতিরিক্ত সচিব পদে পদায়িত হন। এরপর থেকে তিনি আইন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন ভারপ্রাপ্ত হিসেবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×