পিপি কার্যালয়ের সামনে পটকা ফুটিয়ে ভীতির চেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০১:৩৩ এম, ১৯ নভেম্বর ২০২৫
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পরপরই ঢাকা মহানগর আদালত এলাকায় ঘটে গেল এক রহস্যজনক বিস্ফোরণ, যা মুহূর্তেই উত্তেজনা ছড়ায় আইনজীবীদের মধ্যে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকা মহানগর আদালতের রেবতী ম্যানসন প্রাঙ্গণে হঠাৎই একটি বিস্ফোরণ শোনা যায়। আইনজীবীদের দাবি—এটি ককটেল বিস্ফোরণ। তবে পুলিশ বলছে, আতঙ্ক তৈরি করতে কেউ পটকা জাতীয় বস্তু ফুটিয়েছে।
ঘটনার পরপরই ঢাকা আইনজীবী সমিতির নেতারা আদালত এলাকায় বিক্ষোভ মিছিল করেন। সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ এতে অংশ নেন। তারা অভিযোগ করেন—
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যেই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জানান,
“আমি কার্যালয়ে কাজ করছিলাম। হঠাৎ ককটেল বিস্ফোরণের মতো জোরালো শব্দ শুনতে পাই। আমার মনে হয়, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ তদন্ত করছে।”
তবে কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান ভিন্ন মত দিয়েছেন। তিনি বলেন,
“এটি ককটেল বিস্ফোরণ নয়। ভীতি ছড়াতে পটকা জাতীয় কিছু ফুটানো হয়েছে। আমরা খতিয়ে দেখছি কারা এর সঙ্গে জড়িত।”
ঘটনার তদন্ত চলছে, তবে বিস্ফোরণটি ককটেল নাকি পটকা—তা নিয়ে এখনো স্পষ্ট তথ্য দেয়নি কোনো পক্ষই।