র‍্যাগিংয়ের দায়ে জবির ৭ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা


র‍্যাগিংয়ের দায়ে জবির ৭ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে তিনজনকে সাময়িক বহিষ্কার এবং আরও চারজনকে ক্লাস কার্যক্রমে নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথম বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০তম ব্যাচের নবীনদের অভিযোগের ভিত্তিতে বিভাগের জরুরি একাডেমিক কমিটির সিদ্ধান্তে ১৯তম ব্যাচের শিক্ষার্থী যুবরাজ হাসান, মোসা. রাজিয়াতুন নাহার নিশু ও রহমাতুল্লাহ মাজীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

দ্বিতীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, একই ঘটনার জেরে ১৯তম ব্যাচের শিক্ষার্থী সামিয়া আঁখি, মো. মুইনন্দীন, মো. মাজহারুল ইসলাম ও মো. রাকিব হোসেনকে ক্লাস কার্যক্রম থেকে বিরত রাখা এবং সতর্ক করা হয়েছে।

র‍্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিক বিজ্ঞপ্তিতে সতর্ক করেছে। পাশাপাশি, প্রতিটি বিভাগে এ ধরনের অভিযোগ মোকাবেলায় বিশেষ কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×