হত্যাচেষ্টা মামলার আসামি 'অপু বিশ্বাসের' জামিননামা দাখিল


হত্যাচেষ্টা মামলার আসামি 'অপু বিশ্বাসের' জামিননামা দাখিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় বিচারিক আদালতে জামিননামা দাখিল করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. ওয়াহিদুজ্জামানের আদালতে উপস্থিত হয়ে এই অভিনেত্রী জামিননামা দাখিল করেন। আদালতের পেশকার ওমর ফারুক চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল বলেন, ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন তিনি। জামিনের মেয়াদ শেষের দিকে।

তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশে অপু বিশ্বাস সিএমএম কোর্টে সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করেছেন। খুব শিগগিরই আমরা আত্মসমর্পণ করে জামিন চাইবো।

মামলার অভিযোগে বলা হয়, জুলাই অভ্যুত্থানের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এ সময় এনামুল হক নামের এক ব্যক্তির পায়ে গুলি লাগে। তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ৩০০-৪০০ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন এনামুল হক।

মামলায় অপু বিশ্বাস ছাড়াও আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ তারকাকে আসামি করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে তাদের উল্লেখ করা হয়েছে মামলায়।

প্রসঙ্গত, গত ১৮ মে এ মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তার হন। পরে ১৯ মে তাকে কারাগারে পাঠানো হয়। এ নিয়ে সারাদেশে সমালোচনার ঝড় উঠলে ২০ মে জামিনে মুক্তি দেওয়া হয় তাকে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×