ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ১৬৪
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৮:৩৫ পিএম, ২৫ জুলাই ২০২৫
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ এখনও অব্যাহত থাকলেও গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৪ জন। তবে স্বস্তির বিষয়, এই সময়ের মধ্যে কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ একদিনে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ৬০ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ১৯ জন, ঢাকার সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১১ জন, দক্ষিণ সিটিতে ২৯ জন, খুলনায় ১০ জন এবং রাজশাহীতে ১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন।
এ সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আরও ১৬৪ জন। এর ফলে ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ৪১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৮ হাজার ৭৮৯ জন। এর মধ্যে ৭০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
পূর্বের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। আর ২০২৪ সালের প্রথম ছয় মাসে (১ জানুয়ারি থেকে ৩১ জুন পর্যন্ত) ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।