যুক্তরাষ্ট্রে পুলিশের ধাওয়ায় পালানোর সময় গাড়ির ধাক্কায় নিহত ৪, আহত ১১


যুক্তরাষ্ট্রে পুলিশের ধাওয়ায় পালানোর সময় গাড়ির ধাক্কায় নিহত ৪, আহত ১১

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে এক দ্রুতগামী গাড়ি জনাকীর্ণ এক বারের মধ্যে ঢুকে বিপর্যয় সৃষ্টি করেছে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে, আর একজন হাসপাতালে মারা গেছেন। এছাড়া অন্তত ১১ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটে ফ্রিওয়েতে বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় ফ্লোরিডা হাইওয়ে পুলিশ তাকে থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে গাড়িটি শহরের কেন্দ্রস্থলের ইবোর সিটির দিকে দ্রুত এগিয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ব্র্যাডলি নামের বারের বাইরে ১০-এরও বেশি মানুষকে ধাক্কা দেয়।

পুলিশ প্রধান লি বারকাও এক বিবৃতিতে বলেছেন, "যা ঘটেছে তা একটি অর্থহীন ট্র্যাজেডি। আমরা নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানাই।"

ঘটনার পর পুলিশ ২২ বছর বয়সী সিলাস স্যাম্পসন নামে একজনকে গ্রেপ্তার করেছে। তাকে হিলসবোরো কাউন্টি কারাগারে রাখা হয়েছে। আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×