কঙ্গোতে নৌকা ডুবে ৭০ জন নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে


কঙ্গোতে নৌকা ডুবে ৭০ জন নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মধ্যাঞ্চলীয় কাসাই প্রদেশে একটি নৌকা ডুবে প্রায় ৭০ জন যাত্রী নিখোঁজ হয়েছেন। নৌকাটিতে মোট ১২০ জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনার খবর বুধবার (১৯ নভেম্বর) স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

জাতিসংঘের রেডিওর প্রতিবেদনে বলা হয়, নৌকাটি বেনা ডিবেলে বন্দর থেকে রাজধানী কিনশাসার দিকে যাচ্ছিল। পথে ঘূর্ণিঝড়ের কারণে এটি সানকুরু নদীতে ডুবে যায়।

স্থানীয় প্রশাসক ফ্রাঁসোয়া আহোকা গণমাধ্যমকে জানিয়েছেন, “এ পর্যন্ত প্রায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।” তিনি উদ্ধারকাজে উপস্থিত দলগুলোর যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, তা তুলে ধরেন এবং জীবিতদের সনাক্তকরণ ও মৃতদেহ উদ্ধার বিষয়ে পরিবারগুলোর সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের যোগাযোগ রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, কঙ্গোয় পর্যাপ্ত অবকাঠামোর অভাবে নৌ-দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। পাশাপাশি দেশের বেশিরভাগ রাস্তাঘাটও চলাচলের জন্য নিরাপদ নয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×