পাকিস্থানের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণ


পাকিস্থানের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি স্থানীয় আদালতের বাইরে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে স্থানীয় ওই আদালতের বাইরে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, আদালত প্রাঙ্গণে পার্ক করা একটি গাড়ির ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার থেকেই বিস্ফোরণটি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ এখনো কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

এই ঘটনা ঘটে এমন সময়, যখন এর মাত্র একদিন আগে ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লা এলাকার কাছে একটি গাড়ি বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন ইউএপিএ ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।

এদিকে ইসলামাবাদের বিস্ফোরণের আগের দিনই পাকিস্তানি সেনাবাহিনী খাইবার পাখতুনখোয়ার ওয়ানা শহরে সেনা পরিচালিত এক কলেজে জঙ্গিদের হামলার চেষ্টা নস্যাৎ করে দেয়।

এপি-এর খবরে বলা হয়েছে, এক আত্মঘাতী বোমারু ও তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) পাঁচ সদস্য ওই কলেজে হামলা চালানোর চেষ্টা করেছিল। সেনারা পাল্টা অভিযানে দুজন জঙ্গিকে হত্যা করে এবং বাকিদের ভবনের ভেতরে ঘিরে ফেলায় জিম্মি করার পরিকল্পনা ব্যর্থ হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×