শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিক্রিয়া


শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিক্রিয়া

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। বিবিসি ও আল জাজিরার পাশাপাশি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসও এ খবরকে গুরুত্ব দিয়েছে।

নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

নিউউইয়র্ক টাইমস শিরোনাম করেছে, “Bangladesh Court Sentences Former Leader Sheikh Hasina to Death”, এবং প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার বিচার হয়েছে। গণঅভ্যুত্থানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগে এই রায় দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে গুরুত্বপূর্ণ। তবে শেখ হাসিনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

বিবিসি ও আল জাজিরার বিশ্লেষণ

বিবিসি তাদের ওয়েবসাইটে “Why this Verdict Puts India in a Tricky Situation” শিরোনামে বিশ্লেষণ প্রকাশ করেছে। প্রতিবেদক অন্বরাসন এথিরাজনের লেখা বিশ্লেষণে বলা হয়েছে, এই রায় ভারতের জন্য জটিল কূটনৈতিক পরিস্থিতি তৈরি করেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্ভবত পুনরায় ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে অনুরোধ পাঠাবে। যদিও দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, আইন বিশেষজ্ঞদের মতে, যদি অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনে হয়, ভারত অনুরোধ অস্বীকার করার আইনি অধিকার রাখে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা দিল্লির সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। বর্তমানে ভারত তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে অনীহা দেখাচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের কূটনৈতিক অবস্থান খুবই সংবেদনশীল হয়ে দাঁড়িয়েছে।
কাতারভিত্তিক আল জাজিরা বিশ্লেষক আব্বাস ফাইজের বক্তব্য তুলে ধরে জানিয়েছে, আগামী বছরের নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার ন্যায্য বিচার প্রক্রিয়ার বার্তা দিতে চাচ্ছে।

ফাইজ বলেছেন, “এর পরিণতি এখনই বলা কঠিন। বিশেষ করে রায় ভারত-বাংলাদেশ সম্পর্ককে কীভাবে প্রভাবিত করবে তা অনিশ্চিত। তবে এটি জাতীয় পুনর্মিলনের সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।”

ভারতীয় ও অন্যান্য গণমাধ্যমের প্রতিক্রিয়া

টাইমস অব ইন্ডিয়া শিরোনাম করেছে, “Crimes Against Humanity: Bangladesh Ousted PM Sheikh Hasina Sentenced to Death; What Takeaways from Verdict”, এবং প্রতিবেদন উদ্ধৃত করেছে শেখ হাসিনার বক্তব্য, “একটি সাজানো ট্রাইব্যুনাল আমার বিরুদ্ধে রায় দিয়েছে, যা পরিচালনা করছে অনির্বাচিত সরকার।”

এনডিটিভি শিরোনাম করেছে, “Sheikh Hasina Gets Death Penalty, Dhaka Court Cites Crimes Against Humanity”, এবং প্রতিবেদনে বলা হয়েছে, আদালত তিনটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেছে। মাসব্যাপী বিচার শেষে আদালত সিদ্ধান্তে এসেছে, গত বছরের ছাত্র বিক্ষোভ দমন অভিযানে শেখ হাসিনা প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।

এই রায়ের খবর আরও প্রতিবেদন করেছে পাকিস্তানের ডন, চীনের সাউথ চায়না মর্নিং পোস্ট, ব্রিটিশ দ্য গার্ডিয়ান ও ফিন্যান্সিয়াল টাইমস, মধ্যপ্রাচ্যভিত্তিক মিডল ইস্ট আই, এবং বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×