দৈনিক জনকণ্ঠের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৭:৪৩ পিএম, ০২ আগস্ট ২০২৫
দৈনিক জনকণ্ঠে আকস্মিকভাবে সৃষ্টি হয়েছে অভ্যন্তরীণ সংকট। পত্রিকাটির সম্পাদক শামিমা এ খান ‘জুলাই বিপ্লব’-এর প্রতি সমর্থন জানানোয় ২০ জন সাংবাদিককে চাকরিচ্যুত করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে সংবাদপত্রটির সাংবাদিকরা সাময়িকভাবে সব ধরনের সংবাদ কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
শনিবার (২ আগস্ট) বিকেলে জনকণ্ঠের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্টে বিষয়টি জানানো হয়।
সেখানে বলা হয়, “আগস্ট উপলক্ষে স্বৈরাচারের দোসর জনকণ্ঠ পত্রিকা গতকাল কালো রঙ ধারণ করেছিল। তার প্রতিবাদে আমরা লাল রঙ দিয়ে আজ পত্রিকাটি বের করার কারণে জুলাই বিপ্লবের পক্ষে থাকা সকল সাংবাদিকদের চাকরিচ্যুত করেছে পত্রিকাটির সম্পাদক শামিমা এ খান।”

পোস্টে আরও উল্লেখ করা হয়, “এই বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত জনকণ্ঠের সকল কার্যক্রম বন্ধের ঘোষণা করছি। এরপরও যদি কেউ দায়িত্ব নিয়ে পত্রিকা বের করেন তাহলে অবশ্তাযই নিজ দায়িত্বে বের করবেন।”
এ ঘটনায় পত্রিকাটি আপাতত সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছে বলে জানা গেছে।