অন্তর্বর্তী সরকারের শ্রম আইন সংশোধনকে স্বাগত জানিয়েছে ইইউ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:২০ পিএম, ১৯ নভেম্বর ২০২৫
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের করা শ্রম আইন সংশোধনকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটি বলছে, নির্বাচনের পর দায়িত্ব নেওয়া রাজনৈতিক সরকার যেন দ্রুত এই সংশোধনী কার্যকর করে—এ প্রত্যাশা তাদের।
বুধবার প্রকাশিত এক বিবৃতিতে ইইউ জানায়, শ্রম অধিকার সংহত করার পথে এই সংশোধনী একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বাংলাদেশের জন্য ইইউ বাজারে দীর্ঘমেয়াদে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা বজায় রাখতে এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে তারা মনে করে।
বিবৃতিতে আরও বলা হয়, ২০২৬ সালের গোড়ার দিকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সামনে রেখে বাস্তবায়ন ও নীতিগত ধারাবাহিকতা এখন অত্যন্ত জরুরি। যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, তারা দ্রুতই সংশোধিত শ্রম আইনকে পূর্ণাঙ্গভাবে আইনে রূপ দেবে—এতে আস্থা রাখছে ইইউ।
এছাড়া প্রতিষ্ঠানটি আইএলও কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০ অনুমোদনের বিষয়টিকে স্বাগত জানিয়েছে, যা কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্য এবং সহিংসতা–হয়রানি প্রতিরোধের ওপর গুরুত্ব দেয়। এসব পদক্ষেপ ইইউ–বাংলাদেশ সহযোগিতার সম্পর্ককে আরও ইতিবাচক দিকে এগিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেছে সংস্থাটি।