নাশকতার ৭ মামলায় নিপুনের জামিন


নাশকতার ৭ মামলায় নিপুনের জামিন

 

প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া ৭ মামলায় জামিন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস্-সামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। পরে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার ঘটনা ঘটে। সেসময় তার বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় ২টি ও পল্টন থানার ৫টি মামলা হয়।

মামলাগুলোয় উচ্চ আদালত থেকে আগাম জামিন পান নিপুন। তবে, জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ নিম্ন আদালত থেকে আবার জামিন নিলেন তিনি।


ঢাকাওয়াচ/টিআর
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×