‘জাইমার পাশে আছি, সত্যের পাশে দাঁড়ানোই ন্যায়বোধের আসল পরীক্ষা’


‘জাইমার পাশে আছি, সত্যের পাশে দাঁড়ানোই ন্যায়বোধের আসল পরীক্ষা’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। বুধবার (২৫ জুন) তার একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নিলা ইসরাফিল। ছবির উপরে লিখেছেন, জাইমার পাশে আছি- কারণ সত্যের পাশে দাঁড়ানোই ন্যায়বোধের আসল পরীক্ষা।

ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন, একজন নারী যখন নিজ আলোয় এগিয়ে যান, কিছু চোখ তখন সত্য মেনে নিতে পারে না।
ব্যারিস্টার জাইমা রহমানকে ঘিরে যে মিথ্যা ও কুরুচিপূর্ণ প্রচার চালানো হচ্ছে, তা শুধু ব্যক্তিগত আঘাত নয়- সমাজের মূল্যবোধের ওপরও এক নির্মম আক্রমণ বলে জানিয়েছে তিনি।

নিলা ইসরাফিল আরও লিখেছেন, একজন শিক্ষিত, সম্মানিত নারীর চরিত্র হরণে যে অসৎ প্রচেষ্টা চালানো হয়েছে, তা আমরা ঘৃণা করি। জাইমার পাশে আছি- কারণ সত্যের পাশে দাঁড়ানোই ন্যায়বোধের আসল পরীক্ষা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×