জাতীয় সমাবেশ সফল করতে ডিএমপির সঙ্গে মতবিনিময় জামায়াতের


জাতীয় সমাবেশ সফল করতে ডিএমপির সঙ্গে মতবিনিময় জামায়াতের

আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ‘জাতীয় সমাবেশ’ সফল করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০টায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ করে।

মতবিনিময়কালে অ্যাডভোকেট জুবায়ের জানান, দল ঘোষিত ৭ দফা দাবির ভিত্তিতে ১৯ জুলাই দুপুর ২টায় ঐতিহাসিক জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া তিনি জানান, এতে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

এহসানুল মাহবুব বলেন, “সমাবেশে অংশ নিতে দেশজুড়ে হাজারো যানবাহন ঢাকায় প্রবেশ করবে। এই কারণে অতিরিক্ত ট্রাফিক ব্যবস্থাপনা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ডিএমপির সহযোগিতা কামনা করা হয়েছে। ডিএমপি পক্ষ থেকেও সর্বাত্মক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।”

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম ও দক্ষিণ মহানগরের সহকারী প্রচার সেক্রেটারি আবদুস সাত্তার সুমন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×