একটি গুপ্ত সংগঠন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে : নাছির


একটি গুপ্ত সংগঠন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে : নাছির

একটি গুপ্ত সংগঠন দেশে সাধারণ বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করছে বলেও অভিযোগ তার।

আজ সোমবার রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এমন অভিযোগ করেন নাছির। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে ছাত্রদল এ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে।

নাছির বলেন, সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে একটি গুপ্ত সংগঠন দেশে বিভ্রান্তি সৃষ্টি করছে। কুমিল্লার মুরাদনগরে, চাঁদপুরে কিংবা খুলনায় যুবদল নেতাকে রগ কেটে হত্যার ঘটনা ঘটলেও গুপ্ত সংগঠনটি নীরব ছিল।

মিটফোর্ডের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে, একটি গুপ্ত  সংগঠন সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন তিনি।

নাছির বলেন, ‘আমরা আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই।

কিন্তু এর মাধ্যমে আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করতে চাই না।’
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লাখো নেতাকর্মীকে শান্ত রাখা হয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিএনপির শীর্ষ নেতাকে নিয়ে অশ্লীল স্লোগান দেওয়ার পরও নেতাকর্মীকে শান্ত রাখা হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

মব কালচারের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই দাবি করে রাকিব বলেছেন, ‘আমরা সতর্ক করে দিচ্ছি, আগামীতে এ ধরনের অস্থিতিশীল কোনো ঘটনায় ক্যাম্পাস ক্রস ইস্যু করা হয় এবং মব ক্রিয়েট করা হয়, এর দায়দায়িত্ব গুপ্ত সংগঠনকে বহন করতে হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×