তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারকারীরা গণতন্ত্রের শত্রু: মির্জা ফখরুল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:৩৯ পিএম, ১৪ জুলাই ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ভাষায় কথা বলাদের ‘গণতন্ত্রের শত্রু’ হিসেবে অভিহিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ এবং মিটফোর্ডসহ দেশজুড়ে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু বিচার দাবি জানানো হয়।
মির্জা ফখরুল বলেন, মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক গোষ্ঠী এবং একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের রাজনীতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে। এ ধরনের ষড়যন্ত্র নতুন নয়, অতীতেও বারবার জনগণের জাগরণকে দমাতে একই কৌশল নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, "যখনই মানুষ অধিকার নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে, তখনই একটি চক্র দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে সক্রিয় হয়েছে। বর্তমানেও সেই একই ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বাধাগ্রস্ত করার, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।"
তারেক রহমানের বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের কড়া সমালোচনা করে ফখরুল বলেন, “কিছু দল অশ্লীল ও কুরুচিপূর্ণ স্লোগানের মাধ্যমে ভাবছে, বিএনপিকে ঘরে আটকে রাখা যাবে। কিন্তু তারা ভুল করেছে বিএনপি বারবার চ্যালেঞ্জ মোকাবিলা করে ঘুরে দাঁড়িয়েছে। বিএনপি ফিনিক্স পাখির মতো, যতবার ভাঙা হয়েছে, ততবার জেগে উঠেছে।”
তিনি দাবি করেন, তারেক রহমান বর্তমানে রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে অর্থনৈতিক নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনায় ব্যস্ত, কর্মসংস্থান ও খাদ্যনিরাপত্তা নিয়ে পরিকল্পনা করছেন। আর ঠিক সেই সময়েই ষড়যন্ত্রকারীরা তাকে আঘাত করতে মরিয়া।
মির্জা ফখরুল আরও বলেন, "এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য হলো দেশে আবার অস্থিরতা সৃষ্টি করে গণতন্ত্রকে ধ্বংস করা। আমরা অতীতে ভয়াবহ ফ্যাসিবাদকে পরাজিত করেছি, ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়ে কোনো ফ্যাসিস্ট শক্তিকে দেশে ফিরে আসতে দেব না।"
বিএনপি মহাসচিবের বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার ইঙ্গিত মিলেছে, যেখানে বিএনপি এখন সক্রিয়ভাবে নিজেদের অবস্থান শক্ত করার পাশাপাশি ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।