হাসিনা সরকারের দমনপীড়নে কওমি মাদরাসার শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হয়েছে
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৫:০৮ পিএম, ১৯ জুলাই ২০২৫
হাসিনা সরকারের দমনপীড়নে কওমি মাদরাসার শিক্ষার্থীরাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনে আহত কওমি ছাত্র রেদওয়ান নাবিল। শনিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর আয়োজিত সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রেদওয়ান নাবিল বলেন, কওমি মাদরাসার শিক্ষার্থীরা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কাঁধ মিলিয়ে জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। কিন্তু সরকারী দমননীতি কওমি ছাত্রদেরও পিছু হটতে বাধ্য করেনি। তিনি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি কওমি শিক্ষার্থীদের অবদান স্বীকৃতি না পায় কিংবা কেউ সেটি দখল বা বিকৃতি করার চেষ্টা করে, তাহলে আরেকটি গণঅভ্যুত্থান ঘটানো হবে।
নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ১৮ জুলাই উত্তরা এলাকায় আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হন এবং টিয়ার গ্যাসে মুখমণ্ডল দগ্ধ হয়, তবুও আন্দোলন থেকে পিছু হটেননি।
দুপুর ২টা থেকে শুরু হওয়া এই সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সমাবেশটি সাত দফা দাবিকে সামনে রেখে অনুষ্ঠিত হয়।