জাতীয় সমাবেশ

জাতীয় সমাবেশ ‘গণবিস্ফোরণের’ রূপ নিয়েছে: মিয়া গোলাম পরওয়ার


জাতীয় সমাবেশ ‘গণবিস্ফোরণের’ রূপ নিয়েছে: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশ ‘গণবিস্ফোরণের’ রূপ নিয়েছে। শনিবার (১৯ জুলাই) আয়োজিত এই সমাবেশে তিনি বলেন, আজকের বিশাল জনসমাগম দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

দিনব্যাপী এ সমাবেশ শুরু হয় সকাল ৯টা ৪০ মিনিটে একটি সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে। দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা। এর আগে, দুপুর ১২টা ১৫ মিনিটে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সমাবেশস্থলে উপস্থিত হলে দলের নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে বরণ করে নেন।

দলীয় সূত্রে জানা গেছে, এ সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা মহানগর ও দেশের বিভিন্ন জেলা থেকে আসা কর্মীদের পরিবহনের জন্য প্রায় ১০ হাজার বাস, কয়েক জোড়া ট্রেন এবং লঞ্চ ব্যবহারের ব্যবস্থা করা হয়। দক্ষিণাঞ্চল থেকে কর্মীরা আগের দিনই রওনা দেন বলে জানা গেছে।

জামায়াতের শীর্ষ নেতারা জানিয়েছেন, স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম ঘটিয়ে তারা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তোলার চেষ্টা করছেন। সমাবেশ থেকে নতুন প্রজন্মের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন দলীয় আমির, যেখানে ২৪ জুলাইয়ের অভ্যুত্থানের চেতনা, গণহত্যার বিচার এবং সংস্কার-নির্ভর পিআর পদ্ধতির নির্বাচন বিষয়ক দিকনির্দেশনা থাকবে।

সমাবেশের মঞ্চে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য ও অন্যান্য দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ফ্যাসিবাদবিরোধী দল ও ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। দলটির লক্ষ্য ছিল প্রায় ১৫ লাখ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×