সমাবেশে বক্তব্যকালে দুইবার অসুস্থ হয়ে পড়লেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:৪২ পিএম, ১৯ জুলাই ২০২৫
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য রাখার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ জুলাই) বিকেলে বক্তব্য চলাকালীন হঠাৎ করেই তিনি ভারসাম্য হারিয়ে মঞ্চে পড়ে যান। সঙ্গে সঙ্গে আশপাশে থাকা নেতাকর্মীরা তাকে সহায়তা করতে ছুটে আসেন। সামান্য বিশ্রামের পর তিনি উঠে দাঁড়িয়ে পুনরায় বক্তব্য দেওয়া শুরু করেন।
তবে কিছুক্ষণ পর তিনি আবারও শারীরিকভাবে অসুস্থ বোধ করলে দ্বিতীয়বারের মতো মঞ্চে পড়ে যান। তাৎক্ষণিকভাবে জামায়াতের চিকিৎসক দল তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং স্বেচ্ছাসেবকরাও দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।
এই ঘটনার সময় সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে চিকিৎসা পাওয়ার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয় বলে জানা গেছে।