নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না: নাহিদ ইসলাম


নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না: নাহিদ ইসলাম

বাংলাদেশে আর কোনো নতুন ‘গডফাদার’ সৃষ্টি হতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৯ জুলাই) কক্সবাজার শহরে অনুষ্ঠিত “জুলাই পদযাত্রা” শেষে পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিগত সরকার আমলে কক্সবাজার ছিল অপরাধ ও মাদকের ঘাঁটি, যেখানে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় ছিল। তিনি অভিযোগ করেন, দেশে একটি গডফাদারতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল, যার কেন্দ্র ছিল শেখ হাসিনা এবং তার নেতৃত্বে সারাদেশে ছড়িয়ে পড়েছিল ছোট ছোট গডফাদাররা। তিনি বলেন, “আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি, এখন আর নতুন কারো আবির্ভাব হতে দেব না।”

তিনি আরও বলেন, কক্সবাজারের পর্যটন খাতকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে আওয়ামী লীগ শুধু লুটপাটই করেনি, স্থানীয় অধিকারও হরণ করেছে। এনসিপি চায় পরিবেশবান্ধব পর্যটনের উন্নয়ন, যেখানে স্থানীয়দের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত থাকবে।

রোহিঙ্গা সমস্যা নিয়ে বক্তব্যে তিনি বলেন, রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের সহানুভূতি আছে, তবে এটি স্থায়ী সমাধান হতে পারে না যে, বছর পর বছর বাংলাদেশই তাদের দায়িত্ব বহন করবে। তিনি বলেন, “রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক মহল, ড. ইউনূস এবং অন্তর্বর্তী সরকারকে সক্রিয়ভাবে এগিয়ে এসে রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানের সঙ্গে ফিরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে।” পাশাপাশি কক্সবাজারের স্থানীয়দের নিরাপত্তা ও স্বার্থের দিকটিও বিবেচনায় রাখার আহ্বান জানান।

এনসিপির ১৯তম দিনের এই কর্মসূচি “জুলাই পদযাত্রা” কক্সবাজার শহরের বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পাবলিক লাইব্রেরি মাঠে এসে শেষ হয়। সমাবেশ ঘিরে জেলার এনসিপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়, এবং পুরো এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

পদযাত্রা শেষে এনসিপি নেতারা বান্দরবানের উদ্দেশ্যে রওনা হন। যাত্রাপথে রামু, ঈদগাঁও ও চকরিয়ায় পথসভা আয়োজনের কথা রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×