উত্তরায় বিমান দুর্ঘটনা: ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তারেক রহমানের আহ্বান


উত্তরায় বিমান দুর্ঘটনা: ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তারেক রহমানের আহ্বান

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে তিনি এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দলীয় নেতাকর্মী ও পেশাজীবীদের প্রতি।

সোমবার (২১ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।
তারেক রহমান বলেন, ‘আমরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার হৃদয়বিদারক ঘটনায় গভীরভাবে মর্মাহত। যে প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের শেখা, বিকাশ ও মানসিক সুস্থতার সহায়ক হওয়ার কথা, সেখানে এমন ভয়ংকর অভিজ্ঞতা কোনো ছাত্রছাত্রীর জন্যই কাম্য নয়।’

তিনি আরও বলেন, ‘আমি গভীর প্রার্থনা করছি, এই মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত তরুণ প্রাণদের জন্য। পাশাপাশি বিএনপির সব নেতা-কর্মী ও পেশাজীবী সমাজের প্রতি আহ্বান জানাই—এই দুঃসময়ে যেন আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই।’

তারেক রহমান জাতিকে ঐক্যবদ্ধভাবে এই সংকট মোকাবিলার আহ্বান জানিয়ে বলেন, ‘একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের এই সংকট কাটিয়ে উঠতেই হবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×