মৌলিক সংস্কার না হলে এনসিপি জুলাই সনদে সই করবে না : নাহিদ ইসলাম
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৮:৫৫ পিএম, ২৭ জুলাই ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা শুনতে পাচ্ছি, কয়েক দিনের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে। কিন্তু রাষ্ট্রের যদি মৌলিক সংস্কার না হয়, তাহলে এনসিপি জুলাই সনদে সই করবে না।
আজ রবিবার বিকেলে শেরপুর শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুর জেলার আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কেবল জুলাই সনদ নয়, সংবিধানে জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে।
আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দিতে হবে। অন্যথায়, ৫ আগস্ট ছাত্র-জনতাকে নিয়ে ঢাকায় সমাবেশ করে সেটা আদায় করে নেব।
তিনি বলেন, যে কারণে স্বৈরাচারী রাষ্ট্রব্যবস্থা তৈরি হয়েছে, এক ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত থাকছে, সেটা বিলোপের জন্য আমরা উচ্চকক্ষের কথা বলেছি। যেখানে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সীমান্তে নিরীহ নাগরিকদের ভারতের হত্যা ও পুশইনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘আমরা শেখ হাসিনাসহ ভারতে অবস্থান নেওয়া স্বৈরাচারের দোসরদের ফেরত চাই। তাদেরকে পুশইন করুন, তাদেরকে সাদরে গ্রহণ করা হবে, বিচারের মুখোমুখি করা হবে।’
শেরপুর জেলার সীমান্তে হাতি হত্যা, হাতির পায়ে পিষ্ট হয়ে মানুষের মৃত্যু, হাসপাতালের অব্যবস্থাপনা, সাধারণ মানুষের চিকিৎসা সেবা না পাওয়া, শিক্ষা ও কর্মসংস্থানের অভাবের বিষয়ে বক্তব্য তুলে ধরেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, গত ৩০ বছর ধরে এখানে আওয়ামী লীগের এমপি ক্ষমতায় ছিলেন, স্বৈরাচারী ব্যবস্থার কারণে আওয়ামী লীগের নেতাদের উন্নতি হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।
সেই পরিবর্তনের লক্ষ্যেই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তরুণদের নিয়ে এনসিপি গঠিত হয়েছে। আপনারা এনসিপির পাশে থাকুন, এনসিপিকে ভালোবাসুন।
এনসিপির জেলার প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মো. লিখন মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।