মাইলস্টোন ট্র্যাজেডি

স্বাস্থ্যখাতের দুর্বলতা বেরিয়ে এসেছে: আমীর খসরু


স্বাস্থ্যখাতের দুর্বলতা বেরিয়ে এসেছে: আমীর খসরু

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অভিভাবক লামিয়া আক্তার সোনিয়ার পরিবারকে সান্ত্বনা জানাতে তাদের বাড়িতে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৮ জুলাই) বিকেলে উত্তরা দিয়াবাড়ি এলাকার শোকাহত ওই পরিবারের বাসায় যান তিনি। এ সময় তিনি নিহতের স্বামী আমিনুল ইসলাম জনি এবং মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মেয়ে আসমাউল হুসনা জায়রার সঙ্গে কথা বলেন।

পরিবারের সদস্যরা জানান, ২১ জুলাই দুপুরে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে দুর্ঘটনায় দগ্ধ হন লামিয়া। সেদিনই তার মৃত্যু হয়। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ২৪ জুলাই তার পরিচয় নিশ্চিত করা হয় এবং সেদিন রাতেই বিরুলিয়ার বাগনিবাড়ি এলাকায় দাফন সম্পন্ন হয়।

সাক্ষাৎ শেষে আমীর খসরু বলেন, “এ ধরনের দুর্ঘটনা থেকে সকলকে শিক্ষা নিতে হবে। এর পেছনের কারণগুলো খুঁজে সমাধান বের করতে হবে। এ ঘটনার পর স্বাস্থ্যখাতের দুর্বলতা বেরিয়ে এসেছে। আহতদের চিকিৎসা দেয়ার মত অবকাঠামো এখনও দেশে গড়ে ওঠেনি।”

প্রসঙ্গত, গত ২১ জুলাই বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত ও নিহত হন। ঘটনাটির পরদিন রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক ঘোষণা করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×