মানুষের কল্যাণে না হলে সেই সংস্কার কাজে আসবে না: মির্জা ফখরুল
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০১:৫৯ পিএম, ২৯ জুলাই ২০২৫
বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার যদি মানুষের কল্যাণে না আসে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে না।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বনানীতে ‘গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা গণতান্ত্রিক পদযাত্রায়-শিশু’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
অন্যান্যের মধ্যে ‘আমরা বিএনপি পরিবার’ আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মকসেদুল মোমিন মিথুন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা ,‘মায়ের ডাক’ এর সমন্বয়কারী সানজিদা তুলি উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক পট-পরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো ভালো জায়গা দখল করেছে, মন্ত্রী হয়েছে, ব্যবসা-বাণিজ্য দখলে নিয়েছে, কিন্তু যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের দিকে কেউ তাকায়নি।
তিনি বলেন, সরকার শিশুদের জন্য কিংবা শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য তেমন কিছু করেনি। এ সময় আশা প্রকাশ করে তিনি বলেন, সরকার পুনর্বাসনের উদ্যোগ নেবে।
তিনি আরও বলেন, যারা গুম হয়েছেন, তাদের ফিরিয়ে দিতে পারবো কি না জানি না, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু করার সুযোগ আছে। তাদের জন্য কিছু না করলে সবাই দায়ী থাকবে।
নিখোঁজ সদস্যদের বিষয়ে তিনি আরও বলেন, গুম কমিশন প্রতিবেদন দাখিল করলেও নিখোঁজদের খুঁজে পাওয়ার বিষয়ে তেমন অগ্রগতি হয়নি।