জাতীয় পার্টির আয় ২.৬৪ কোটি, ব্যয় ১.৮০ কোটি; ইসিতে হিসাব জমা


জাতীয় পার্টির আয় ২.৬৪ কোটি, ব্যয় ১.৮০ কোটি; ইসিতে হিসাব জমা

২০২৪ সালের পঞ্জিকা বছরের আয় ও ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনের (ইসি) কাছে জমা দিয়েছে জাতীয় পার্টি। দলটি জানিয়েছে, গত বছর তাদের আয় হয়েছে প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা এবং ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই হিসাব জমা দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া। তিনি ইসির সচিব আখতার আহমেদের কাছে ২০২৪ সালের নিরীক্ষিত অডিট প্রতিবেদন হস্তান্তর করেন।

দলটির হিসাব অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে জাতীয় পার্টি মোট ২ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার ৯৩৮ টাকা আয় করেছে। একই সময়ে ব্যয় হয়েছে ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৪৪ টাকা। বছর শেষে দলের হিসাবে স্থিতি রয়েছে ৮৪ লাখ ৫০ হাজার ৮৯৪ টাকা।

দলীয় সূত্র জানায়, মনোনয়ন ফরম বিক্রি, সদস্যদের চাঁদা ও প্রকাশনা বিক্রিসহ বিভিন্ন উৎস থেকে এ আয় এসেছে। আর ব্যয়ের বড় অংশ গেছে প্রচার কার্যক্রম, অফিস পরিচালনা ও কর্মচারীদের বেতন খাতে।

উল্লেখযোগ্য যে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের বছরের (পঞ্জিকা বছর) আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়া বাধ্যতামূলক। তিন বছর পরপর হিসাব না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধানও রয়েছে।

২০০৮ সালে রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া চালুর পর থেকে, রাজনৈতিক দলগুলো স্বীকৃত চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম দিয়ে নিরীক্ষা করে প্রতিবছর এই হিসাব জমা দিয়ে আসছে।

বর্তমানে নির্বাচন কমিশনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ নিবন্ধিত দল রয়েছে মোট ৫০টি। তবে দেশের অন্যতম প্রধান দল আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি বর্তমানে অডিট রিপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়ার বাইরে রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×