রাষ্ট্রীয় ক্ষমতা কয়েকজনের হাতে দিতে মানুষ জুলাইয়ে শহীদ হয়নি


রাষ্ট্রীয় ক্ষমতা কয়েকজনের হাতে দিতে মানুষ জুলাইয়ে শহীদ হয়নি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠার সুযোগ নেওয়ার জন্য ওত পেতে রয়েছে। সরকারের যেকোনো ভুল সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক উত্তরণে নতুন সংকট সৃষ্টি করতে পারে বলেও সতর্ক করেন তিনি।

বুধবার (৩০ জুলাই) বিকেলে ঢাকার সাভারের আশুলিয়ায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ‘ছাত্র-শ্রমিক-জনতার জুলাই অভ্যুত্থান-২০২৪: নারকীয় আশুলিয়া স্মরণে’ আয়োজিত এই সমাবেশে গত বছর পুলিশের গুলিতে নিহতদের স্মরণ করা হয়, যাদের মরদেহ ভ্যানে করে পুড়িয়ে ফেলা হয়েছিল।

তারেক রহমান বলেন, "শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে স্বৈরশক্তিকে হটানো হয়েছে, সেই অপশক্তি আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে আসার সুযোগ খুঁজছে।" তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, যেন কোনোভাবে এই অপশক্তির পুনর্বাসন না হয়।

তিনি বলেন, জনগণ তাদের ভোটাধিকার ও রাষ্ট্রের মালিকানা ফিরে পেতে দীর্ঘ আন্দোলন চালিয়ে যাচ্ছে। কয়েকজন মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য নয়, বরং গণতন্ত্রের প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষ জীবন উৎসর্গ করেছে।

তারেক রহমান আরও বলেন, যারা সরকার চালাতে চায়, তাদের জনগণের ভাষা, চাহিদা ও আকাঙ্ক্ষা বোঝার যোগ্যতা থাকতে হবে। জনপ্রতিনিধিত্ব তখনই অর্থবহ হয়, যখন তা জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে নিশ্চিত হয়। বিএনপি চায় শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে যেখানে জনগণের ক্ষমতায়নই হবে রাজনীতির মূল ভিত্তি।

অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে জনগণ অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়েছে, কিন্তু এখন তারই একটি অংশ জনগণের মালিকানা ফেরত দেওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

শহীদদের স্মরণ করে তিনি বলেন, প্রতিটি শহীদের মৃত্যু শুধু একটি সংখ্যা নয়, বরং একটি পরিবারের স্বপ্নভঙ্গ। রাষ্ট্রের উচিত এসব শহীদ পরিবারের পাশে দাঁড়ানো, যেন তারা নিজেদের আত্মত্যাগকে সম্মানের সঙ্গে দেখতে পারে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ও চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×