সতর্ক না থাকলে আরেকটি এক-এগারো ঘটা অসম্ভব নয়: মির্জা ফখরুল


সতর্ক না থাকলে আরেকটি এক-এগারো ঘটা অসম্ভব নয়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করে বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে, যার ইঙ্গিত ভালো নয়। তিনি আশঙ্কা প্রকাশ করেন, সবাই একতাবদ্ধ ও সতর্ক না থাকলে দেশে আরেকটি এক-এগারোর পুনরাবৃত্তি অসম্ভব নয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন বিএনপি নেতা।

বর্তমান সরকারের প্রস্তাবিত পিআর নির্বাচনী ব্যবস্থাকে ‘অবাস্তব কল্পনা’ আখ্যা দিয়ে তিনি বলেন, এ পদ্ধতি সাধারণ মানুষ বোঝে না এবং এটি দেশের বাস্তবতার সঙ্গে যায় না।

তার ভাষায়, একটি মহল দেশে প্রকৃত গণতন্ত্র চায় না। এমনকি শেখ মুজিবুর রহমানও গণতান্ত্রিক পদ্ধতির পক্ষে ছিলেন না।

মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন আয়োজন নিয়ে এখন দেরি করা অনুচিত। তার মতে, আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হওয়া উচিত। তা না হলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের মর্যাদাও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক চেতনা এখন আর জুলাইয়ের গণআন্দোলনের স্পিরিট বহন করছে না। এখন রাজনীতি আর ঐক্যের জন্য নয় বরং ব্যক্তিগত স্বার্থ রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, তরুণরা এখন আন্দোলনের জন্য নয়, চাঁদার জন্য চিঠি দিচ্ছে যা আন্দোলনের মৌলিক উদ্দেশ্য থেকে বিচ্যুতির ইঙ্গিত দেয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×