৫ আগস্টের মধ্যে জুলাই সনদের সুরাহা হতে হবে: নাহিদ ইসলাম
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৬:৪৩ পিএম, ০২ আগস্ট ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘নতুন বাংলাদেশ’ গড়ার ইশতেহার ঘোষণা করবে। একইসঙ্গে তারা দাবি জানিয়েছে, ৫ আগস্টের মধ্যে সরকারকে জুলাই সনদ প্রকাশ করতে হবে।
শনিবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলামোটরে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, ফ্যাসিবাদের পতন ঘটেছে বটে, তবে রাষ্ট্রব্যবস্থার ভেতরে ফ্যাসিবাদী চরিত্র এখনো বহাল রয়েছে। এ অবস্থায় তিনি জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানালেও জোর দিয়ে বলেন, জুলাই সনদ চূড়ান্ত করতে হবে ৫ আগস্টের মধ্যেই।
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই সনদের বিষয়ে অধিকাংশ রাজনৈতিক শক্তির সঙ্গে একমত হওয়া গেছে এবং এখন মূলত বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণের দিকে নজর দেওয়া হচ্ছে। আমরা সই করবো তখনই, যখন আইনি ভিত্তি নিশ্চিত হবে, বলেন তিনি।
তিনি জানান, এনসিপি মনে করে, সংস্কার প্রক্রিয়া কেবলমাত্র একটি নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিলে চলবে না। আগাম নির্বাচনের ক্ষেত্রেও জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী সংসদ গঠন হতে হবে বলে দাবি জানান তিনি।
এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই আন্দোলনের আদর্শের পরিপন্থি কেউ যদি এই নামকে ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল বা অপরাধে লিপ্ত হয়, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রকাশের যে ঘোষণা এসেছে, এনসিপি তা ইতিবাচকভাবে গ্রহণ করেছে। তবে দলটির দাবি, এই ঘোষণাপত্রে সাংবিধানিক স্বীকৃতি অবশ্যই থাকতে হবে, যাতে এটি ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনায় কার্যকর ভিত্তি হিসেবে কাজ করতে পারে।