ছাত্রদল-এনসিপির সমাবেশে হানা দিতে পারে বৃষ্টি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০১:৩৫ পিএম, ০৩ আগস্ট ২০২৫
রাজধানী ঢাকায় জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ দুপুরে। তবে এসব কর্মসূচিতে স্বাভাবিক অংশগ্রহণে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি।
আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর ১টা থেকে শুরু করে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আকাশ থাকবে আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন।
রোববার (৩ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে ধারণা করা হচ্ছে।
দুপুর ১২টার পরিপ্রেক্ষিতে দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকায় তখন তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৪ শতাংশ।
এদিকে, সম্প্রতি ঘটে যাওয়া জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান, শোক এবং বিজয়ের প্রথম বার্ষিকী উপলক্ষে আজ রাজধানীতে নানা রাজনৈতিক কর্মসূচি নেওয়া হয়েছে। শাহবাগে ‘ছাত্র সমাবেশ’ আয়োজন করেছে ছাত্রদল এবং কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদ’ দাবিতে জনসমাবেশ করছে এনসিপি। এছাড়া, সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ শীর্ষক সাংস্কৃতিক আয়োজন করবে সাইমুম শিল্পীগোষ্ঠী।