মুজিববাদী সংবিধান আর রাখতে চাই না: সারজিস আলম
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:৪৩ পিএম, ০৩ আগস্ট ২০২৫
মুজিববাদী সংবিধান আর আর রাখতে চাই না—এমন বার্তা দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
রবিবার (৩ আগস্ট) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধান একটি দলের নিজস্ব দলীয় দলিল ছিল, যা অন্য একটি রাষ্ট্র থেকে গ্রহণ করা হয়েছে। সেই ‘মুজিববাদী সংবিধান’কে বাংলাদেশে আর বহাল রাখা যাবে না বলে দাবি জানান তিনি।
সারজিস আলম বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই, বাহাত্তরের সংবিধান একটা দলের ছিল। যে সংবিধান আরেকটা দেশ থেকে পাস হয়ে এসেছে। এই মুজিববাদী সংবিধান আর বাংলাদেশে থাকতে দিতে পারি না। আমরা আজ এই মঞ্চে মুজিববাদী সংবিধান ভেঙে চুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি।”
তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তানের ২৩ বছরের শাসনে যেমন অধিকার থেকে বঞ্চিত ছিল দেশের মানুষ, স্বাধীনতার পর ৫৪ বছর পার হলেও সেই অধিকার আজও অধরা। এক বছর আগে ঠিক এই শহীদ মিনার থেকেই সরকার পতনের ডাক এসেছিল বলেও স্মরণ করিয়ে দেন তিনি।
“২৩ বছরে পাকিস্তান শাসনে ছিলাম, অধিকার পাইনি। ৫৪ বছরেও দেশেও অধিকার পাইনি। আজ থেকে এক বছর আগে আমরা এই শহীদ মিনার ছিলাম। এদিনে হাসিনার পতনের ডাক এসেছিল। এক বছর হয়ে গেছে আজও আমাদের অধিকার পাইনি। আমরা আর হতাশার কথা শুনতে চাই না,”— বলেন সারজিস আলম।
সমাবেশে উপস্থিত থাকা শহীদ পরিবার ও আহত আন্দোলনকারীদের উদ্দেশেও তিনি বলেন, গত এক বছরে যারা এই আন্দোলনে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন, তাদের স্মরণে ও বিচার দাবিতে তাঁরা আজকের এই সমাবেশ করেছেন। নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিও তোলেন তিনি।
“এক বছর আগে এই শহীদ মিনারে যারা ছিল, তাদের অনেকে আজ শহীদ। তাদের পরিবার এখানে আছেন। আমরা এই শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি। আমরা এই সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চেয়েছি। শহীদ পরিবারের পুনর্বাসন ও আহত যোদ্ধাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে এখানে এসেছি।”
এনসিপির এই নেতা বলেন, তাদের আন্দোলন ২০২৪ সাল ঘিরেই সীমাবদ্ধ নয়। বিডিআর বিদ্রোহ ও ২০১৩ সালের শাপলা চত্বরে সংঘটিত ঘটনারও বিচার দাবি করেন তিনি। পাশাপাশি, জঙ্গিবাদ এবং রাষ্ট্রীয় প্রচার-চালিত 'জঙ্গি নাটক' দুটোই প্রত্যাখ্যান করেন।
“আমাদের লড়াই ২৪ এর না। বিডিআর হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, ১৩ সালে শাপলা চত্বরে যারা নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার চাইতে এসেছি। এই বাংলাদেশে যেমন জঙ্গিবাদ মেনে নেব না, তেমনি জঙ্গি নাটক ও মেনে নেব না। এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামে সব দালালকে আর মেনে নেব না।”
সমাবেশে উপস্থিত এনসিপি নেতারা সরকারবিরোধী অবস্থান জোরদার করতে সাংবিধানিক সংস্কার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার ডাক দেন।