এনসিপির সমাবেশেই এনিসিপি নেতা আখতারের মোবাইল চুরি
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১২:৪৪ এম, ০৪ আগস্ট ২০২৫
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত সমাবেশে ঘটেছে মোবাইল চুরির ঘটনা, যার শিকার হয়েছেন দলের সদস্য সচিব আখতার হোসেন।
ঘটনাটি ঘটে রোববার (৩ আগস্ট) ‘নতুন বাংলাদেশ ইশতেহার ঘোষণা’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে। চুরির বিষয়ে প্রথম অভিযোগ তোলেন রাফিন নামের এক স্বেচ্ছাসেবক, যিনি এনসিপির কদমতলী থানা শাখার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সমাবেশ চলাকালে চুরির অভিযোগে এক ব্যক্তিকে মারধরের ঘটনাও ঘটে। এ ছাড়া অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হওয়ার সময় এক সাংবাদিকের মোবাইল ফোন চুরি যাওয়ার অভিযোগও পাওয়া গেছে।
বিকেল ৪টায় শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর সমাবেশটি শুরু হয়। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা। এছাড়া, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীরাও মিছিল সহকারে অংশগ্রহণ করেন।
জুলাই মাসের অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহত ব্যক্তিরাও এ সমাবেশে উপস্থিত ছিলেন, যাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে বিশেষভাবে তাদের সম্মান জানানো হয়।