সবাই জানে এনসিপিই হচ্ছে কিংস পার্টি: টিআইবির প্রধান
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:০৪ পিএম, ০৪ আগস্ট ২০২৫
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সোমবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে দাবি করেছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ সহায়তায় একটি নতুন রাজনৈতিক দল যাকে ‘কিংস পার্টি’ বলা হচ্ছে গঠিত হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এই দলের পরিচয় সবারই জানা।
রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এটা কারা, সেটা সবাই জানে। এনসিপি-ই এখন এই কিংস পার্টি হিসেবে পরিচিত। তাদের সঙ্গে সরকারের ঘনিষ্ঠতা রয়েছে, কারণ তাদের সহযোগীদের কেউ কেউ সরকারের উপদেষ্টা, আবার কেউ উপদেষ্টা পদ ছেড়ে দলে যোগ দিয়েছেন।"
টিআইবির প্রতিবেদনটির শিরোনাম ছিল, “কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি”। এতে বলা হয়েছে, একটি বৈষম্যবিরোধী আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল ক্ষমতার অংশীদার হওয়ার পথে গেলেও, তাদের আচরণ ও কার্যক্রম অনেক ক্ষেত্রেই বিতর্কের জন্ম দিয়েছে।
প্রতিবেদন মতে, নতুন রাজনৈতিক দলটি রাজনৈতিক সংস্কারের পরিবর্তে ক্ষমতা কেন্দ্রিক দলবাজি, অর্থের অস্বচ্ছ ব্যবহার, দখলবাজি ও চাঁদাবাজির মতো বিদ্যমান সংস্কৃতি বয়ে এনেছে। এর ফলে দলটি আত্মঘাতী পথে এগোচ্ছে বলে উল্লেখ করে সংস্থাটি।
নির্বাচনের রূপরেখা নিয়ে অনিশ্চয়তা থাকায় রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল বলেও উঠে এসেছে প্রতিবেদনে। যদিও সাম্প্রতিক সময়ে রোডম্যাপ প্রকাশ হয়েছে, তবে টিআইবি মনে করে, অস্থিরতা পুরোপুরি কাটেনি।
এছাড়া প্রতিবেদনটিতে আশঙ্কা প্রকাশ করা হয়, কিছু রাজনৈতিক শক্তির চাপে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পদক্ষেপ ভবিষ্যতে বিরোধী দল দমন নীতির পরিণতি ডেকে আনতে পারে।
টিআইবি আরও জানায়, অন্তর্বর্তী সরকারের শাসনকালজুড়ে রাষ্ট্র সংস্কার, নির্বাচন ও বিচারব্যবস্থার ক্ষেত্রে উদ্যোগ থাকলেও বাস্তব অগ্রগতি ছিল সীমিত। সুশাসন, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ হয়নি বলেও প্রতিবেদনে বলা হয়েছে।