গণতন্ত্রের উত্তরণ সঠিকমতো যেন না হয় সেজন্য ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল


গণতন্ত্রের উত্তরণ সঠিকমতো যেন না হয় সেজন্য ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রাঙ্গণে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে গণঅভ্যুত্থনে নিহত যুবদল কর্মীদের ৭৮টি শহীদ পরিবারকে সম্মাননা, পুরস্কার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আজকের পর্যায়ে এসেছে বিএনপি। শুরুতে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এবং পরবর্তী আট বছরে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগঠিত হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, আজও একটি পরিকল্পিত অপতৎপরতা চলছে বাংলাদেশ যেন সঠিকভাবে গণতান্ত্রিক ধারায় ফিরতে না পারে, সে জন্য অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে।

বর্তমান সময়কে ‘ট্রানজিশন পিরিয়ড’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এখন গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হলেও সবচেয়ে বড় বাধা হলো অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোর ভাঙন।

তিনি বলেন, অতীতেও যখন দেশ গভীর সংকটে পড়েছে, তখন বিএনপি জাতির দায়িত্ব নিয়েছে। আবারও দলটি সেই দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

রাজনৈতিক বিভাজনের অবসান চেয়ে তিনি বলেন, আমরা একে অপরকে দোষারোপ না করে একসাথে কাজ করি। এটাই সময় বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফেরানোর, অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার। সবাই মিলে কাজ করলে বাংলাদেশকে আবার মাথা উঁচু করে দাঁড় করানো সম্ভব।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×