এবার কক্সবাজার থেকে ফেসবুক লাইভে এলেন সারজিস
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৮:০০ পিএম, ০৬ আগস্ট ২০২৫
দলের অভ্যন্তরীণ সমালোচনার মধ্যে কক্সবাজার সফরে গিয়েই সমুদ্র সৈকত থেকে ফেসবুক লাইভে হাজির হলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৈকতের পাড়ে দাঁড়িয়ে লাইভে যুক্ত হয়ে জলবায়ু ও পরিবেশ নিয়ে দলটির অবস্থান তুলে ধরেন তিনি।
সারজিস আলম বলেন, “এনসিপির পক্ষ থেকে দেশের জনগণের সামনে ২৪ দফা ইশতেহার দেওয়া হয়েছে। এর ২১ নম্বর দফায় নদী ও সমুদ্র রক্ষা এবং জলবায়ু সহিষ্ণুতা নিয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।”
তিনি সমুদ্রকে দেশের সম্ভাবনার এক বড় খাত হিসেবে উল্লেখ করে বলেন, “গুরুত্বপূর্ণ হলো—আমরা কীভাবে এই সমুদ্র ও এর জীববৈচিত্র্য রক্ষা করবো এবং উপকূলীয় জনগণের টেকসই জীবনধারণ নিশ্চিত করবো। আমাদের আশঙ্কা, অনেক ঘরবাড়ি সাগরের ভাঙনে হারিয়ে যেতে পারে। তাই ঝুঁকি কমাতে আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। সরকারকে দুর্যোগ পূর্বাভাসের সময়সীমা নির্ধারণসহ আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।”
সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন তিনি। সারজিস বলেন, “আমরা চাই, সমুদ্রকে যেন টেকসই সম্পদে রূপান্তর করা যায়। সেখান থেকে খনিজ আহরণও যেন টেকসইভাবে হয়। আমাদের দরকার টেকসই নদী ও সমুদ্র।”
কক্সবাজারের বর্তমান বাস্তবতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “এখানে যেখানে-সেখানে ভবন উঠছে, কোনো নিয়ম নেই। জমি দখল চলছে, সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে অবৈধভাবে জমি লিজ নেওয়া হচ্ছে। সৈকতের পাড় ঘিরে প্রাচীর দেওয়া হচ্ছে, যা প্রকৃতি ও জনসাধারণ—দুয়ের জন্যই হুমকি।”
লাইভে তিনি দেশের নাগরিকদের পরিবেশ ও জলবায়ু ইস্যুতে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে (৫ আগস্ট) কক্সবাজার সফর করায় এনসিপির পাঁচ নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে দলের রাজনৈতিক পর্ষদ। হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ সংশ্লিষ্ট নেতারা দলের অনুমতি ছাড়াই এই সফরে গিয়েছিলেন বলে জানানো হয়। নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা নিয়ে দুই শীর্ষ নেতার সামনে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।