জামায়াত আমিরকে হাসপাতালে দেখতে গেলেন শহীদ মুগ্ধর বাবা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১২:২১ এম, ০৮ আগস্ট ২০২৫
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে গেছেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে তিনি হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
গত শনিবার সকালে ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
সার্জারির পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন জামায়াত আমির। তাকে সামান্য হাঁটাহাঁটি করতেও দেখা গেছে। পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।