বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় তারেক রহমানের


বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় তারেক রহমানের

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনের ওপর গুরুত্ব আরোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের রায়ের মাধ্যমেই একটি কল্যাণভিত্তিক রাষ্ট্র নির্মাণ সম্ভব।

শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। এখন সময় এসেছে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের।

এ সময় বিএনপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

সমমনা জোটের পক্ষে বৈঠকে অংশ নেন ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদ এবং লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

বৈঠকে অংশগ্রহণকারীরা আগামী জাতীয় নির্বাচন, সমমনা দলগুলোর রাজনৈতিক কৌশল ও ঐক্য ধরে রাখার বিষয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×