আগামী নির্বাচন হবে ভারতের বিরুদ্ধে, ইসলামের ভোট বাক্স থাকবে একটি: শায়খে চরমোনাই


আগামী নির্বাচন হবে ভারতের বিরুদ্ধে, ইসলামের ভোট বাক্স থাকবে একটি: শায়খে চরমোনাই

বরিশালে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম বলেছেন, আগামী নির্বাচন ভারতের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে।

রোববার (১০ আগস্ট) বিকেলে সরকারি গৌরনদী কলেজ মসজিদ মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মুফতি ফয়জুল করীম বলেন, আগামী নির্বাচনে ইসলামের ভোট বাক্স একটি হবে। ইসলামের পক্ষে যে মার্কা থাকবে বা যেই বাক্স থাকবে, আমরা সেখানেই সম্মিলিতভাবে ভোট দেবো।

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, জিয়াউর রহমানের আদর্শ বিক্রি করে বিএনপি বার বার ক্ষমতায় এসেছে, কিন্তু তারা আদর্শ বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। এছাড়া দেশের বর্তমান অবস্থা নিয়েও বিএনপিকে দায়ী করেন তিনি।

সমাবেশে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আল-আমিন, বরিশাল-১ আসনের হাতপাখা মার্কার প্রার্থী মো. রাসেল সরদার মেহেদীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইসলামী যুব আন্দোলন গৌরনদী শাখার সভাপতি মাওলানা মিরাজুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন গৌরনদী শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, আগৈলঝাড়া শাখার সহ-সভাপতি গোলাম মাহমুদ হাওলাদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আল-আমিন প্রমুখ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×