নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিলো ছাত্রদল


নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিলো ছাত্রদল

সামাজিক যোগাযোগ মাধ্যমে শালীনতা, সহনশীলতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রবিবার (১০ আগস্ট) রাতে সংগঠনের দপ্তর সম্পাদক ও সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সাধারণ মানুষের মত প্রকাশের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এবং এর প্রভাব ক্রমেই বাড়ছে। তাই ছাত্রদলের নেতাকর্মীদের অনলাইনে দায়িত্বশীল আচরণ, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার, নারীর প্রতি সম্মান এবং ধর্মীয় সহাবস্থান বজায় রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংগঠনের আদর্শ, নীতি ও সাংগঠনিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আচরণ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মতাদর্শগত ভিন্নতা বা নীতিগত বিতর্ক থাকলেও তা হতে হবে পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ। ছাত্রদল সবসময় রাজনীতিতে নারীর অংশগ্রহণকে উৎসাহিত করে এবং এ বিষয়ে সংগঠনের নীতির বাইরে কেউ আচরণ করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ধর্মীয় বিষয়ে ছাত্রদল সব ধর্মাবলম্বীর স্বাধীনতা ও সহাবস্থানের পক্ষে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিশেষ করে মুসলিম নারীর পর্দা রক্ষার বিষয়ে সম্মান প্রদর্শনের কথা পুনর্ব্যক্ত করা হয়। এ বিষয়ে অতীতে যেমন সেক্যুলারিজমের নামে পর্দার ওপর নিষেধাজ্ঞার চেষ্টা প্রতিহত করা হয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা দিয়েছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×