জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে নিরাপত্তা উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:০৯ এম, ১১ আগস্ট ২০২৫
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে হাসপাতালে গিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। রোববার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে জামায়াত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খলিলুর রহমান হাসপাতালে গিয়ে জামায়াত আমিরের চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে জামায়াতে ইসলামী।
উল্লেখ্য, গত শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি হয়। বর্তমানে তিনি কেবিনে রয়েছেন এবং চিকিৎসকের তত্ত্বাবধানে হাঁটাচলা করছেন। পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।