ফ্যাসিস্ট আমলের মতো আর গুমের শিকার হতে চাই না: রিজভী
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৭:৫০ পিএম, ২২ আগস্ট ২০২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা নিশ্চিত, বর্তমান সরকারের শাসনামলে কেউ গুম বা বিচারবহির্ভূত হত্যার শিকার হবেন না। অন্তর্বর্তী সরকার সাংবাদিক বিভুরঞ্জন সরকারের নিখোঁজের সঙ্গে জড়িত নয়। তবে এ ঘটনার সঙ্গে অন্য কোনো রহস্য বা আন্তর্জাতিক চক্র জড়িত কি না তা খুঁজে বের করতে হবে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপার্সন খালেদা জিয়াসহ দলের নেতাদের রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব মন্তব্য করেন।
রিজভী বলেন, আমরা পতিত ফ্যাসিস্ট আমলের মতো আর গুমের শিকার হতে চাই না। আগের পরিস্থিতির পুনরাবৃত্তি দেখতে চাই না।
তিনি আরও উল্লেখ করেন, অনেক ক্রান্তিকাল অতিক্রম করে আমরা আজ একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছেছি। গণতন্ত্র পুনরুদ্ধারে যেসব অমীমাংসিত বিষয় রয়েছে, তা সমাপ্ত করতে হবে।
পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতির প্রবর্তন নিয়ে হঠাৎ আলোচনা হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, বাংলাদেশের জনগণ এই পদ্ধতির সঙ্গে পরিচিত নয়। আমাদের দেশে এটি অনেক কঠিন। কেন এ পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে? ভোটাধিকারের জন্য এত সংগ্রাম, এত রক্ত দেওয়া হয়েছে; সেই ভোটের পদ্ধতি নিয়ে লুকোচুরি কেন?
তিনি আশঙ্কা প্রকাশ করেন, পিআর পদ্ধতি চালু হলে স্থানীয়রা তাদের জনপ্রতিনিধিকে চিনতে পারবে না। অর্থের বিনিময়ে ব্যবসায়ী ও বিতর্কিতরা এমপি হয়ে যাবে। জনগণ তাদের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করতে পারবে না। যদি এ পদ্ধতি চাপিয়ে দেওয়া হয়, দেশে বিশৃঙ্খলা তৈরি হবে, কারণ শেখ হাসিনা রাষ্ট্রের সব স্তম্ভ ধ্বংস করেছেন।
রিজভী অভিযোগ করেন, মেগা প্রজেক্টের নামে ৬৮ শতাংশ অতিরিক্ত অর্থ খরচ করা হয়েছে। এর জন্য আন্তর্জাতিক মানের অডিট দরকার। সব জায়গায় মহা দুর্নীতি হয়েছে। যারা এগুলো করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।
মাহফিলে বক্তব্য দেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ অন্যান্য নেতা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদস্য সচিব বদরুল আলম সবুজ, সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুঁইয়া।