এনসিপিতে পুনর্বহাল সারোয়ার তুষার, শোকজ নোটিশ প্রত্যাহার


এনসিপিতে পুনর্বহাল সারোয়ার তুষার, শোকজ নোটিশ প্রত্যাহার

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি তার যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ওপর প্রদত্ত শোকজ নোটিশ প্রত্যাহার করেছে। এর ফলে তিনি দুই মাস পর আবারও দলীয় সাংগঠনিক কার্যক্রমে যোগ দিতে পারবেন।

শনিবার (২৩ আগস্ট) রাতে যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “গত ১৭ জুন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বরাবর নৈতিক স্খলনজনিত অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি আহ্বায়ক, সদস্যসচিব, রাজনৈতিক পর্ষদ ও শৃঙ্খলা কমিটির কাছে লিখিত জবাব প্রদান করেছেন। জবাব বিশ্লেষণ করে দেখা যায়, একান্ত ব্যক্তিগত যোগাযোগের এই ঘটনা নারীর প্রতি সংবেদনশীলতা এবং ন্যায়বিচারের স্বার্থে এনসিপি গভীর পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করেছে।”

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া ফোনালাপের ভিত্তিতে নোটিশের নির্দেশ অনুযায়ী সারোয়ার তুষার দুই মাস সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত ছিলেন। এই সময়কাল তিনি জুলাই পদযাত্রা, জাতীয় ঐকমত্য কমিশনে এনসিপির প্রতিনিধিত্ব এবং নরসিংদীর পদযাত্রাসহ সব ধরনের দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করেননি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, “লিখিত জবাব ও প্রাপ্ত আলামত বিশ্লেষণের পর দুই মাসের বিরতির পর সারোয়ার তুষারকে পুনরায় সাংগঠনিক সব কর্মকাণ্ডে যুক্ত করা হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশটি প্রত্যাহার করা হলো।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×