সংস্কারের পরই আমরা নির্বাচন নিয়ে ভাববো: নাহিদ ইসলাম


সংস্কারের পরই আমরা নির্বাচন নিয়ে ভাববো: নাহিদ ইসলাম

জাতীয় নির্বাচন নিয়ে ভাবার আগে রাষ্ট্রীয় সংস্কারকেই অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম।

রোববার (২৪ আগস্ট) মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সংস্কারটাই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কারের পরই আমরা নির্বাচন নিয়ে ভাববো।”

‘২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক ওই অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা একটি বৈধ গণপরিষদ নির্বাচন চাই। এর বাইরে কোনো নির্বাচন হবে বলে মনে করি না। আমরা নির্বাচনের তারিখ নয়, বরং এর আগে প্রয়োজনীয় রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের নিশ্চয়তা চাই। এমনকি যদি ডিসেম্বরেও নির্বাচন হয়, তাতে আমাদের আপত্তি নেই, যদি সংস্কার ও বিচার নিশ্চিত হয়।”

বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “এগুলো কেবলই গালগল্প। আমাদের কাছে আসন সমঝোতার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাঠামোগত পরিবর্তন। বিপ্লবের পর জনগণের কাছে আমরা যেন বলতে পারি, এই পরিবর্তনটা এনসিপি ও জনগণ একসঙ্গে এনেছে, এটাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মাদ। সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক, এবং সঞ্চালনায় ছিলেন আলমগীর চৌধুরী আকাশ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×