শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশে পিআর পদ্ধতি অচল: বরকত উল্লাহ বুলু


শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশে পিআর পদ্ধতি অচল: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশেই পিআর পদ্ধতি অচল। যারা এ পদ্ধতির পক্ষে, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের উদ্দেশ্য বাংলাদেশকে সিরিয়া বা আফগানিস্তানে পরিণত করা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের পথসভায় তিনি এ মন্তব্য করেন।

বুলু আরও বলেন, নির্দিষ্ট সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অতীতে সেনাবাহিনী ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে সব নির্বাচন হয়েছে, সেগুলোই ছিল নিরপেক্ষ। তার মতে, আগামীর নির্বাচনে নতুন ভোটাররা যেদিকে সমর্থন দেবে, তারাই সরকার গঠন করবে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রীয় ড্যাব নেতা ও চাঁদপুর জেলা বিএনপির অন্যতম সদস্য প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয় বিএনপির উদ্যোগে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×