এক বছরে সাংগঠনিকভাবে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি এনসিপির: নাহিদ ইসলাম
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:৪৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫
দল গঠনের এক বছরে সাংগঠনিকভাবে প্রত্যাশিত শক্তি অর্জন করতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এমন মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এনসিপির সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
সভায় নাহিদ ইসলাম উল্লেখ করেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া এনসিপির একটি বড় অর্জন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে দ্রুত নির্বাচন হবে। গণ-অভ্যুত্থানের পর আমরাই প্রথম ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলেছিলাম।
তিনি যোগ করেন, গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে এবং গণ-অভ্যুত্থানে ছাত্রদের ভূমিকার স্বীকৃতি দিতে ছাত্র সংসদ নির্বাচন অপরিহার্য। এটি আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন।
তবে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এনসিপি সমর্থিত প্যানেলের ফলাফলকে হতাশাজনক হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় থেকে নতুন নেতৃত্ব উঠে আসবে এটা আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা যেসব প্যানেলকে সমর্থন দিয়েছিলাম, তারা প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি। ফলে আমরা ভাবছি, এই এক বছরে কোথায় ভুল হয়েছে, কেন আমরা পারিনি, ব্যর্থতার জায়গা কোথায় ছিল। এজন্য আত্মসমালোচনা ও আত্মমূল্যায়ন করেছি। সাংগঠনিকভাবে যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, তা আমরা হতে পারিনি।
নাহিদ ইসলাম জানান, গত এক বছরে দেশের অস্থিরতা, গণ-অভ্যুত্থানের পর অতিরিক্ত দায়িত্ব এবং ছাত্র সংগঠনগুলোর হাতে অল্প সময় থাকা এসব কারণে সাংগঠনিক শক্তি অর্জনে ঘাটতি দেখা দিয়েছে। তবে সামনে ভুল এড়াতে এখনই মূল্যায়ন করা হচ্ছে।
বক্তৃতার শুরুতে জুলাই মাসে গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, দলের প্রথম বর্ষপূর্তিতে আত্মসমালোচনা, আত্মমূল্যায়ন এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণ জরুরি।
সভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, অঙ্গসংগঠনের নেতা এবং জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের সমন্বয়কারীরা অংশ নেন।