আমির হামজার মিথ্যা বক্তব্যে ছাত্রদলের তীব্র প্রতিবাদ


আমির হামজার মিথ্যা বক্তব্যে ছাত্রদলের তীব্র প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী হাজী মুহম্মদ মহসীন হলকে নিয়ে ইসলামি বক্তা মুফতি আমির হামজার মিথ্যা দাবি প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হল ছাত্রদল। তারা অভিযোগ করেছেন, প্রকাশ্যে এই বক্তব্য ছাত্রদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং হলের সুনামের ক্ষতি করেছে। ছাত্রদল হল প্রশাসনের পক্ষ থেকে হামজার নিন্দা জ্ঞাপন ও ক্ষমা প্রার্থনার ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মহসীন হলের সামনে এক সম্মেলনে এ দাবি জানানো হয়। হল ছাত্রদল সদস্য সচিব মনসুর রাফি বলেন, হাজী মুহম্মদ মুহসীন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের আবাসিক হল। এখানে অধিকাংশ শিক্ষার্থী নিয়মিত হল মসজিদে আজান শুনে নামাজ আদায় করে। কিন্তু সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে আমির হামজা দাবি করেছেন, ছাত্রশিবিরের ডাকসু জয়ের আগে মহসীন হলে আজান দেওয়া নিষিদ্ধ ছিল। এটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। আমাদের হলের শিক্ষার্থীদের বিষয়ে এই জঘন্য দাবি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এবং শ্রোতাদের কাছে ভুল ধারণা তৈরি করে।

মনসুর রাফি আরও বলেন, আমরা মহসীন হলের শিক্ষার্থীরা এমন অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। দেশের মানুষকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। ইতিপূর্বে হলের শিক্ষার্থীদের জন্য শিবির বেডের ব্যবস্থা করা নিয়ে মিথ্যাচারও প্রচার করা হয়েছে, যা কখনোই গ্রহণযোগ্য নয়।

তিনি অবশেষে বলেন, উক্ত মিথ্যা বক্তব্যের জন্য আমির হামজাকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তাই আমরা হল প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিন্দা জ্ঞাপন ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×