সরকারের সব ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে: হাসনাত


সরকারের সব ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ মনে করেন, বিএনপিসহ অন্য দলের অংশ থাকলেও অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় জাতীয় নাগরিক পার্টির ওপর চাপানো হচ্ছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’-এর তৃতীয় সংলাপে তিনি এই মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “মানুষ এনসিপির কাছ থেকে নতুনত্ব প্রত্যাশা করছে।” তিনি আরও অভিযোগ করেন, মিডিয়া ও সেনাবাহিন্যের কিছু অংশ দেশের স্বার্থের বিরোধী কাজ করছে, এবং এনসিপি তার বিরুদ্ধে লড়াই করছে, “অনেকটা একাই। আমরা মিডিয়ার চোখে চোখ রেখে কথা বলছি। সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলছি।”

তিনি মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির নেতাদের চরিত্র হনন করা হয়েছে বলেও অভিযোগ করেন। তিনি উদাহরণ দেন, “গত ৫ আগস্ট আমরা কক্সবাজারে গিয়েছিলাম। মিডিয়াতে বলা হলো আমরা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে মিটিং করেছি। তবে আমরা মিডিয়াবিরোধী নই, কিন্তু বস্তুনিষ্ঠ প্রতিবেদন চাই।”

ব্যবসায়ীদের কাছে রাজনীতি বন্দি হয়ে গেছে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, “রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকতে হবে।”

এনসিপির গঠনের পর থেকে দলের অর্জন কম নয় দাবি করে তিনি বলেন, “আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা তা পর্যায়ক্রমে মূল্যায়ন করি। ভুল স্বীকার করতে পারি। আপনারা পরামর্শ দেবেন, আমরা সংশোধন করে বাংলাদেশপন্থি রাজনীতি করব।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×