আর কোনও চাঁদাবাজ দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না ইসলামী দলগুলো: চরমোনাই পীর


আর কোনও চাঁদাবাজ দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না ইসলামী দলগুলো: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিদেশিদের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলতে চায় না। স্বাধীনতার ৫৩ বছর অতিক্রমের পরও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। তাই মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। সে কারণেই দেশপ্রেমিক ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। আগামীতে ইসলামের পক্ষে ভোটের বাক্স হবে একটিই। ইসলামী দলগুলো আর কোনও চাঁদাবাজ দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হবে না।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের লিল্লাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত এই বৃহৎ জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অনারারি ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ ইব্রাহিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা ইউসুফ আল মাহমুদ।

রেজাউল করীম বলেন, একটি দল রয়েছে যারা অতীতে ক্ষমতায় গিয়ে দেশকে একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজিসহ নানা অপরাধ করেছে। গণঅভ্যুত্থানের পরও তারা একই কাজ করছে। তারপরও তারা আবার ক্ষমতায় যেতে মরিয়া। কিন্তু এ দেশের ছাত্র-জনতা জীবন দিয়ে ফ্যাসিস্ট শাসন বিদায় করেছে পুরনো ব্যবস্থায় ফেরার জন্য নয়; নতুন ব্যবস্থা ও নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য। দেশের মানুষ ৫৩ বছর ধরে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শাসন দেখেছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ পুরনো সিস্টেম আর দেখতে চায় না। পুরনো বউকে নতুন কাপড়ে সাজিয়ে জনগণের সামনে উপস্থাপন করলে জনগণ তা মেনে নেবে না। তাই নির্বাচনের আগে গণভোট দিতে হবে, পিআর কার্যকর করতে হবে এবং জুলাই সনদের আইনগত ভিত্তি নির্বাচনের পূর্বেই নিশ্চিত করতে হবে। বিদেশি বা দেশের কোনও অপশক্তির ইশারায় যদি এগুলো কার্যকর না করা হয়, তাহলে ইসলামী আন্দোলন দেশের জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক আ. হ. ম. আলাউদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইমরান হোসাইন নূর, জেলা সহসভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন, মাওলানা মহিউদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন লক্ষ্মীপুর জেলা সভাপতি ডা. নাছির আহমেদ, যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা মোখলেসুর রহমান এবং ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাম্মদ ইউনুস খান প্রমুখ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×