বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানিদের বিষয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত: সালাহউদ্দিন


বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানিদের বিষয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত: সালাহউদ্দিন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবূওয়ত মহাসম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, নবূওয়তের চূড়ান্ততার আকিদা মুসলমানদের মৌলিক বিশ্বাস। তিনি স্পষ্ট করে জানান, “যারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না।”

শনিবার ১৫ নভেম্বর এ মহাসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে কাদিয়ানিদের বিষয়ে সংসদে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তার ভাষায়, মুসলমান হিসেবে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহতে বিশ্বাস করি এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গেছেন যে তিনি শেষ নবী। কেউ যদি এর পর নিজেকে নবী দাবি করেন, তবে তিনি সেই বাণীর পরিপন্থী।

তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে। সালাহউদ্দিন স্মরণ করিয়ে দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমবারের মতো সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ যুক্ত করেছিলেন, যা এখনো বহাল আছে। তবে সংবিধানের অনুচ্ছেদ ৮–এ থাকা আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের যে অংশটি পরে বাতিল করা হয়েছে, সেটি পুনঃস্থাপনের প্রতিশ্রুতিও দেন তিনি।

মহাসম্মেলনে উত্থাপিত বিভিন্ন দাবির প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদে আলোচনা-পর্যালোচনার মাধ্যমে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ সব দাবি আইনগতভাবে বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে, যদি বিএনপি সরকার পরিচালনার সুযোগ পায়।

বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি আল্লামা ইকবালের কবিতার উদ্ধৃতি দেন। সালাহউদ্দিন বলেন, মুসলিম বিশ্বের বিভক্তিই আজ ফিলিস্তিন থেকে রোহিঙ্গাসহ বিভিন্ন অঞ্চলে মুসলমানদের ওপর নির্যাতনের সুযোগ সৃষ্টি করেছে।

সব দাবি বাস্তবায়ন এবং জাতীয় স্বার্থ রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সংসদে সহযোগিতা করার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×